অক্ষয় তৃতীয়ায় সরকারী আবাসে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও যাচ্ছেন নতুন আবাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ বুধবার অক্ষয় তৃতীয়া৷ সেদিন আনুষ্ঠানিক ভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তাদের নতুন সরকারী আবাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ গৃহ প্রবেশের আয়োজনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু হয়েছে৷
দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন৷ নির্বাচনের আগ থেকেই তিনি এই বাড়িতে অবস্থান করছিলেন৷ মুখ্যমন্ত্রী নির্বাচিত হ্যয়ার পর তাঁর নির্ধারিত সরকারী আবাসেই তিনি যাচ্ছেন৷ অন্যদিকে, বুধবারই আনুষ্ঠানিক ভাবে রাজ্যপাল তথাগত রায় নতুন রাজভবনে প্রবেশ করবেন৷ রাজ্যপাল তথাগত রায় মঙ্গলবার আবাসস্থল ঘুরে দেখেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *