অগ্ণিদগ্দ হয়ে তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু বাইখোঁড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ বাইখোঁড়া থানাধীন পশ্চিম চরকবাইয়ের মংসাই মগপাড়ার তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এলাকাবীসদের সন্দেহ প্রকাশ এবং ঘটনাক্রম নিয়ে বিস্তর প্রশ্ণ চিহ্ণ তৈরি হওয়ায় পুলিশ মঙ্গলবার তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মংসাই মগপাড়ার বাসিন্দা রানু মগের স্ত্রী ক্রাইজারি মগকে সোমবার সকালে অগ্ণিগগ্দ অবস্থায় বাইখোঁড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখান থেকে তাকে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেওয়া হয় উদয়পুরের গোমতী জেলা হাসপাতালে৷ এই জেলা হাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে৷ রহস্যজনক মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ণ উঠেছে৷ অবশ্য পরিবারের লোকজন দাবি করেছেন, মহিলা নিজেই শরীরে আগুন লাগিয়েছিলেন৷ জানা গেছে, রানু এবং ক্রাইজারি পাঁচ বছরের একটি ছেলে রয়েছে৷ পরিবারের লোকজনদের কথা অনুযায়ী সাংসারিক অশান্তির কারণে ২৩ বছরের ক্রাইজারি মগ নিজেই শরীরে আগুন লাগিয়েছিলেন৷ তবে এদিন অগ্ণিগগ্দ বধূকে বাইখোঁড়া হাসপাতালে নিয়ে যাওয়া পর যে যে চিত্র উঠে আসে তাতে বিভিন্ন প্রশ্ণ উঠে আসছে৷ বাইখোঁড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, মঙ্গলবার পুশি এলাকা থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে৷ এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে সন্দেহ রয়ে গেছে৷ বাইখোঁড়া হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে৷ যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি৷ তবে পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *