নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : চলতি বছরে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদ্বীপে মোটের উপর পরিমাণ মতোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিল্লির মৌসম ভবন থেকে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে|
আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতে এবছর সময়মতোই বর্ষা শুরু হবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হবে স্বাভাবিক পরিমাণ মত। দিল্লির মৌসম ভবনের দাবি, কোনও কোনও রাজ্যে অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনা অনেকটাই বেশি হবে|কেন্দ্রীয় মৌসম ভবনের প্রধান কে জে রমেশ জানিয়েছেন, এবছর দেশের কোথাও কম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে ২০১৮ সালে প্রায় ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে ভারতে। মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা ঢুকে পড়বে কেরলে। এরপর ধীরে ধীরে তা দেশের বাকি অংশে ছড়িয়ে পড়বে। ভারতের মতো কৃষিপ্রধান দেশে মৌসুমি বৃষ্টির প্রভাব খুবই বেশি। কারণ কৃষি উত্পাদনের ওপর অনেকটাই নির্ভর করে দেশের অর্থনীতি ও গ্রামীণ জীবন। ফলে মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের দিকে নজর থাকে অর্থনীতিবিদ থেকে রাজনীতিকদেরও। প্রসঙ্গত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের ৯৬-১০৪ শতাংশ পর্যন্ত বৃষ্টি হলেই তাকে স্বাভাবিক বলে ধরে আবহাওয়া দফতর।