নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভপন্থ হাসপাতাল (জিবি হাসপাতাল) তথা আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিষেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিভাগীয় মন্ত্রী৷ পরিষেবা খতিয়ে দেখে আবারও আধিকারিকদের বেশ কিছু কড়া নির্দেশ দিলেন৷ রাজ্যের বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসার ৩৫ দিনের মধ্যে তিনবার জিবি হাসপাতাল সফর করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ অতর্কিতে জিবি হাসপাতালে হাজির হয়ে পরিষেবার বিস্তারিত খোঁজ নিয়ে শনিবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, শুক্রবার তৃতীয়বারের জন্য ঝটিকা সফরে জিবি হাসপাতালে যাওয়ার অনেক চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করা সম্ভব হয়েছে৷ রোগীরা অনেক সমস্যায় আছেন৷ পরিষেবার মান উন্নয়ন করতে হবে৷ নতুন সরকারের নির্দেশিকা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে৷
তিনি বলেন, হাসপাতালে ভর্তি কোনও রোগীর ঔষুধ কিনতে হবে না৷ তবে যে সব রোগী ক্যাবিনে থাকেন শুধুমাত্র তাঁদেরই ঔধুখ কিনে আনতে হবে৷ অন্যথায় আউটডোর কিংবা ইনডোর কোথাও রোগীদের ঔষুধ কিনতে হবে না৷ তাছাড়া হাসপাতালের ফার্মাসিতে সংশ্লিষ্ট ঔষুধ মজুত না থাকলে রোগীদের কিনে আনতে হবে৷ সেক্ষেত্রে তাঁরা স্লিপ সুপারের অফিসে জমা দিলে এই টাকা মিটিয়ে দেওয়া হবে৷ অনিয়ম কোনও ভাবে বরদাস্ত করা হবে না৷ আগেই সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷ অনেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন৷ তবে অনেক ক্ষেত্রে এখনও সংশোধেনের অবকাশ রয়ে গেছে৷ মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে বদ্ধপরিকর৷ কোনওভাবেই সাধারণ মানুষের এই নূ্যনতম পরিষেবার বিষয়টি খাটো করে দেখা যায় না৷ দীর্ঘ বামশাসনে স্বাস্থ্য পরিষেবা অসুস্থ হয়ে পড়েছে৷ এখন তার হাল ফেরানোর চেষ্টা চলছে৷
2018-04-15