নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতি ক্রমেই প্রকাশ্যে আসছে৷ তবে এ বিষয়গুলিকে কেন্দ্র করে ক্রমেই জনরোষ বৃদ্ধি পাচ্ছে৷ এতদিনের টানা দুর্নীতির ফলে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ কিন্তু তার পরেও প্রায়শি জনরোষ উপচে পড়ছে৷ বৃহস্পতিবার দুর্গাচৌমুহনি ব্লকের কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা৷ দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পেয়ে শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ তবে ক্ষোভ প্রশমনে স্থানীয় বিজেপি নেতারা পঞ্চায়েত কার্যালয়ে ছুটে গেছেন৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
অন্যদিকে করবুক ব্লকের ইচাছড়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির আরও একটি বিষয় প্রকাশ্যে এনে সাধারণ জনগণ কার্যত মারমুখি হয়ে উঠেছেন৷ জানা গেছে, পঞ্চায়েতে মাছের খাবার মজুত ছিল৷ এলাকার মাছচাষিদের সহায়তার জন্য মাছের খাবার মজুত রাখা ছিল৷ কিন্তু গোপনে এই মাছের খাবার রিকশা বোঝাই করে অন্যত্র পাচার করিয়ে দেয়ার সময় স্থানীয় জনগণ বিষয়টি দেখে পাচারের সঙ্গে যুক্ত কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলেন৷ পুলিশ ঘটনাস্তলে এসে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্তদের থানায় নিয়ে যায় এবং কোনওরকমে পরিস্থিতি সামাল দেয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে মাছের খাবার৷
উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বিধানসবা নির্বাচনেিির পর বিজেপি ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে৷ যদি ত্রিস্তর পঞ্চায়েত সহ সব কয়টি স্থানীয় নির্বাচিত সংস্থা এখনও সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টেরদ্ধক দখলে রয়েছে৷ আর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিরতা বিজার করছে৷
2018-04-13