জয়পূর, ১২ এপ্রিল (হি.স.) : বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং বিধ্বংসী ঝড়ের জেরে জনজীবন বিপর্যস্ত রাজস্থান। বুধবার গভীর রাতে প্রথমে বিধ্বংসী ঝড় এবং তার কিছুক্ষণের মধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি জটিল আকার ধারণ করে পূর্ব রাজস্থানে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে
পূর্ব রাজস্থানের ঢোলপুরে ৭ এবং ভারতপুরে ৫ জন নিহত হয়েছে। ঢোলপুরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। ঝড়ের দাপটে গাছ উপড়ে রাস্তায় পড়ে গিয়েছে। বহু বাড়ির চালা উড়ে গিয়েছে। এমনকি কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। পূর্ব রাজস্থানে বেশির ভাগ অংশ এই ঝড় এবং বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সারা রাত ধরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হয়। পরিস্থিতি প্রাক বর্ষা আকার ধারণ করে। ঝড়ে বালিতে চারিদিক ভরে যায়। মরু ঝড় বা হিন্দিতে যাকে আধি বলে তার দাপটে একেবারে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয় যায় বহু এলাকায়।

আবহওয়া দফতর থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে পূর্ব রাজস্থানে ঝড়বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।