বাসভবন থেকে সরকারি নিরাপত্তা প্রত্যাহার, নীতীশ কুমার সরকারকে আক্রমণ রাবড়ি দেবীর

পাটনা, ১১ এপ্রিল (হি.স.): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর বাসভবন থেকে সরকারি নিরাপত্তা তুলে নিল নীতীশ কুমার সরকার| মঙ্গলবার রাতেই রাবড়ি দেবীর নিরাপত্তা-সুরক্ষা কমিয়ে দেওয়া হয়| নীতীশ কুমার সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষোভে ফুঁসছেন লালু জায়া রাবড়ি দেবী| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেছেন, ‘রাত ন’টা নাগাদ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে| দেখুন সরকার কী করছে? আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার চক্রান্ত এটা|’ রাবড়ি দেবী আরও বলেছেন, ‘নীতীশ কুমার, সুশিল মোদী এবং বিহার সরকারের ষড়যন্ত্র| লালুজী জেলবন্দী রয়েছেন এবং তিলে তিলে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন| তাঁর রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি| আমি কীভাবে সরকারকে বিশ্বাস করব? সরকার যদি আমাদের বাড়ি খালি করতে বলে, তার জন্য আমরা প্রস্তুত আছি|’

রেলওয়ে হোটেল টেন্ডার মামলায় মঙ্গলবারই রাবড়ি দেবীর পাটনার বাসভবনে তল্লাশি চালান সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই) গোয়েন্দারা| পাশাপাশি চার ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লালু পুত্র তেজস্বী যাদবকে| সিবিআই তল্লাশির পরই রাবড়ি দেবীর বাসভবন থেকে সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিহার সরকার| নীতীশ কুমার সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন লালু পুত্র তেজস্বী যাদব| ক্ষুব্ধ তেজস্বী নিজ নিরাপত্তা রক্ষীদেরও ফিরিয়ে দেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *