নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : বিরোধী দলগুলির চাপে বাজেট অধিবেশনে ব্যাঘাত ঘটেছে| বিরোধীদের হট্টগোলে দিনের পর দিন স্থগিত হয়ে গিয়েছে সংসদের কাজকর্ম৷ এই সমস্ত কিছুর প্রতিবাদেই আগামী ১২ এপ্রিল অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী৷
গত শুক্রবার বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সংসদীয় দলের বৈঠকে তিনি জানান, সংসদে বিরোধী দলগুলির অচলাবস্থা তৈরি করার প্রতিবাদ জানাতে আগামী ১২ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার অনশনে বসবেন বিজেপি সাংসদরা।
এই প্রসঙ্গে বিজেপি দলের মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেন, বিরোধীদের বিক্ষোভে বেশ কয়েকবার লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন ৷ এমনকী, বিরোধীদের হই হট্টগোলের জেরে গুরুত্বপূর্ণ বিলও পাশ হয়নি যথাযথ সময়ে ৷ তাই বারবার সংসদ মুলতুবি হওয়ার বিষয়টি নিয়ে যে তৎপর রয়েছে বিজেপি ৷ সেটি বোঝাতেই এই অনশনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জিভিএল নরসিমা রাও আরও জানিয়েছেন, বিরোধীদের বিক্ষোভের প্রতিবাদ জানাতে এনডিএ সাংসদরা তাদের ২৩ দিনের বেতনও প্রত্যাখান করছেন৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহও এই অনশনে অংশ নেবেন। তবে তিনি কর্নাটকে থেকে অনশন করবেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দফতরে এসে কাজ করবেন, কিন্তু তা হবে অভুক্ত অবস্থায়। গত শুক্রবার প্রধানমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন যে তাঁরা বিভেদের রাজনীতি করছেন। এবার এই অভিযোগে গোটা দিনের অনশনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।