নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ চরম বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সদস্য ক্ষমতাচ্যুত সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠকে শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে৷ বৈঠকে যোগ দিতে রাজ্যে এসেছেন সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ মঙ্গলবার বিকেল ৪৩০টা থেকে সিপিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে যোগ দিতে এদিন সকালে রাজ্যে এসে পৌঁছেছেন সিপিআইএম এর প্রবীণ নেতা তথা প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ রাজ্যে এসেই তিনি খয়েরপুর, মজলিশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন৷ পার্টির অভিযোগ মোতাবেক যে সমস্ত এলাকাগুলিতে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, সে সমস্ত স্থানগুলি তিনি পরিদর্শন করেছেন৷ পার্টি সূত্রে জানা গেছে, বিকেল ৪৩০ টা থেকে সিপিআইএম রাজ্য কমিটি বৈঠক শুরু হয়েছে৷ এই বৈঠক যথেষ্ট তাৎযপূর্ণ৷ নির্বাচনে পরাজয়ের পর পার্টির এটাই দ্বিতীয় রাজ্য কমিটির বৈঠক৷ চলতি মাসে ১৮ তারিখ থেকে হায়দরাবাদে পার্টি কংগ্রেস শুর হচ্ছে৷ এই প্রথম পার্টি কংগ্রেসে সিপিআইএম এর সাংগঠনিকভাবে নির্বাচিত সদস্যরা যাচ্ছেন না৷ কারণ পার্টির রাজ্য সম্মেলন এখনও হয়নি৷ নির্বাচনী বিপর্যয়ের পর রাজ্য সম্মেলনে করা সম্ভব হয়নি৷ এমতাবস্থায় রাজ্যে এক সময়ের ক্ষমতাসীন দল এখন ক্ষমতায় হারিয়ে মাত্র এক মাসের মাথায় সংকটে ভুগতে শুরু করেছে৷ এই অবস্থায় প্রকাশ কারাতের আগমন যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে৷ রাজ্য কমিটির বৈঠক মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে৷ বুধবার সকাল ১০টা থেকে পুনরায় বৈঠক শুরু হবে৷ পার্টি সূত্রে জানা গেছে, বুধবার দিনের দ্বিতীয়ার্ধে পার্টির রাজ্য কমিটির বৈঠক শেষ হবে এবং তার পরেই প্রকাশ কারাত রাজ্য ত্যাগ করবেন৷
2018-04-11