ম্যানহেটেনের ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১ ও আহত ৪

নিউ ইয়র্ক, ৮ এপ্রিল (হি.স.): নিউ ইয়র্কের অভিজাত ম্যানহেটেন এলাকায় ট্রাম্প টাওয়ারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যে ৬টা নাগাদ ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় আগুন লাগে। কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে থাকে ৫০ তলা থেকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ৩৩টি ইঞ্জিন এবং ১৩৮জন দমকলকর্মী। শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয় দমকল।

এই অগ্নিকাণ্ডে ১জন নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৪ জন দমকলকর্মী। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে মাউন্ট সিনাই রুজভেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গ, ম্যানহেটেন এলাকার এই গগণচুম্বি বহুতলের মালিকের হচ্ছেন মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি আমেরিকাসহ বিশ্বের একাধিক জায়গায় ট্রাম্প টাওয়ার তৈরি করেন। আধুনিক সভ্যতার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই ট্রাম্প টাওয়ার।

ট্রাম্প টাওয়ারের আগুন লাগার প্রসঙ্গে ‘নিউ ইয়র্ক শহর দমকল বিভাগ’-এর তরফ থেকে জানানো হয়েছে, আগুন নেভানোর কাজটি বেশ জটিল ছিল। কারণ বহুতলটি বেশ বড় এবং গোটা বহুতলে ধোঁয়ায় ভরে গিয়েছিল। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। তারপর আগুনের লেলিহান শিখা বেরোতে থাকে। অন্যদিকে আগুন নেভানোর জন্য ট্যুইট করে দমকলকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *