
এছাড়াও প্রধানমন্ত্রী এদিন বিকেলে ৫ জন সংসদীয় প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলবেন| প্রতিষ্ঠান দিবস উপলক্ষে ইতিমধ্যেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন| বিজেপির তরফ থেকে এক বিবৃতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিডিও কনফারেন্স-এর মাধ্যমে যে পাঁচ লোকসভার নেতাদের সঙ্গে কথা বলবেন সেগুলো হল, নয়াদিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, হিমাচল প্রদেশের হামিরপুর, উত্তর-মধ্য মুম্বাই এবং বিহারের সারণ লোকসভা কেন্দ্র| এই কেন্দ্র গুলোতে যে সাংসদরা রয়েছে, তারা হলেন, মিনাক্ষী লেখি, মনোজ তেওয়ারী, অনুরাগ ঠাকুর, পুনম মহাজন এবং রাজীব প্রতাপ রুডি| বিজেপির প্রকাশ করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই পাঁচ কেন্দ্রের কয়েক হাজার দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলবেন| এছাড়াও জেলার সভাপতি এবং তার টিমের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদের প্রশ্নের জবাব দেবেন| এছাড়াও তিনি দলের নেতাদের মতামত শুনবেন এবং তার জবাব দেবেন| অন্যদিকে এদিন মুম্বাইয়ে একটি বিশাল সভার আয়োজন করা হয়েছে| জানা গিয়েছে এই সমাবেশে অমিত শাহের উপস্থিতিতে প্রায় তিন লক্ষ সমর্থক উপস্থিত থাকবে| এর জন্য ২৮ টি ট্রেনে এবং ৫ হাজার বাসে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় সমর্থকেরা এই সবাবেশে একত্রিত হবে| এদিনের এই সভার পর অমিত শাহ সাংবাদিক বৈঠক করবেন|