
কর্নাটকের পিকাপভ্যান চালকের ছেলে গুরুরাজ কুস্তি দিয়েই খেলোয়াড় জীবন শুরু করেছিলেন৷ পরে ভারত্তোলনে আসেন পেশায় এয়ার ইন্ডিয়ার এই কর্মী৷ ২০১৬ তে দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন কর্নাটকের এই ভারত্তোলক৷ গোল্ডকোস্টে ২৪৯ কেজি ভার উত্তোলন করে রুপো জেতেন গুরুরাজ৷ গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের আনাহিমে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মণিপুরে ২৩ বছরের চানু৷ ৮৫ কেজি স্ন্যাচের পর ১০৯ কেজি জার্ক করে মোট তিনি ১৯৪ কেজি ভারত্তোলন করেন৷ গোল্ডকোস্টে নিজের পুরনো রেকর্ড ভেঙে ব্যাক্তিগত সর্বোচ্চ ১৯৬ কেজি ভার তোলেন মনিপুরের মেয়ে৷
কমনওয়েলথে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মনিপুরের আর এক সোনার মেয়ে বক্সার মেরি কম৷ টুইটে তিনি লেখেন, ‘ ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের জন্য তোমাকে অভিনন্দন চানু৷’