
এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী| বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য হয়েছিল| কিন্তু, খালেদা জিয়া অসুস্থ থাকায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মহম্মদ আখতারুজ্জামান এই মামলার শুনানি পিছিয়ে দেন|
Designed using Magazine News Byte. Powered by WordPress.