নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত৷ বুধবার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দিয়েছেন৷ মেলাঘর জগন্নাথবাড়ি এলাকার বাসিন্দা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পরিমল দাসকে স্ত্রী রত্না বর্মন দাসের হত্যার দায়ে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের রায় দিয়েছে আদালত৷
জানা গেছে, ২০০৮ সালের ১৮ মার্চ রাত ১১টা নাগাদ নিজ বাড়িতেই গাছের সাথে বেঁধে স্ত্রীর রত্না বর্মন দাসের শরীরে আগুন লাগিয়ে দেন স্বামী পরিমল দাস৷ ওই মহিলার চিকিৎসার শুনে তাঁর ছেলে মেয়ে ছুটে আসে৷ মহিলার চিৎকারে প্রতিবেশিরাও দৌড়ে আসেন৷ তাঁরা গেইট ভেঙে বাড়িতে ঢুকে ওই মহিলাকে উদ্ধার করেন৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ প্রতিবেশিদের দেখে স্বামী পরিমল দাস পালিয়ে যান৷ জানা গেছে, তিনি থানায় গিয়ে ঘটনার বিবরণ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে৷ সরকারী আইনজীবি জানিয়েছেন, সেদিনের ঘটনার আগেও স্ত্রীকে হত্যার চেষ্টা করেছিলেন পরিমল দাস৷ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে৷
এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্ত পরিমল দাসকে মঙ্গলবার দোষী সাবস্ত করেন৷ আজ আদালতে এই মামলার সাজার উপর শুনানি হয়েছে৷ আদালত তাকে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে৷ সাথে ১০ হাজার টাকা জরিমানাও করেছে৷ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের রায় দিয়েছে৷