নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ ২০১০-১১ অর্থ বছরে কেন্দ্রীয় প্রকল্প এমজিএনরেগার টাকা লোপাটের অভিযোগে এক টিসিএস আধিকারিক তথা বিডিও সহ ছয়জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে৷
মহাকরণ সূত্রে খবর, অবিভক্ত গৌরনগর ব্লকে কেন্দ্রীয় প্রকল্পের দেওয়া অর্থের ব্যাপক নয়ছয় হয়েছে৷ ২০১০-১১ অর্থ বছরে প্রদত্ত কেন্দ্রীয় অর্থের কোনও সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না৷ এই ব্লকে বহু কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ৷
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ব্লকে রেগার অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে৷ এর পরিপ্রেক্ষিতে সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি বিধি মোতাবেক কৈলাসহর থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে৷ সূত্রের দাবি, অভিযুক্তদের মধ্যে বর্তমান চন্ডীপুর ব্লকের বিডিও তথা টিসিএস আধিকারিক প্রদীপ দেববর্মার নাম রয়েছে৷ এছাড়াও একজন বাস্তকার, দুজন পঞ্চায়েত সচিব এবং দুজন গ্রাম রোজগার সেবকের নাম রয়েছে৷ এদিকে অতিসত্ত্বর অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারে বলেও জানা গেছে৷