ইন্দোরে বহুতল ভেঙে পড়ার ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

ইন্দোর, ২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে জরাজীর্ণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এক হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। প্রায় পঞ্চাশ বছরের পুরনো ওই বহুতলে একটি হোটেল ছিল। শনিবার রাতে গাড়ির ধাক্কায় বহুতলটি ভেঙে পড়ে। নিহত হন ১০ জন। সূত্রের দাবি নিহত এবং আহতদের মধ্যে প্রত্যেকেই ওই হোটেলের কর্মী এবং আবাসিক। নিহতদের মধ্যে হোটেলের ম্যানেজার হরিষ সোনি ছিলেন।
নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক শঙ্কর পারিয়ানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা এবং ৩০৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগ বহুতলের জরাজীর্ণতা নিয়ে বহুবার শঙ্কর পারিয়ানিকে সতর্ক করেছিলেন হরিষ সোনি। কিন্তু তিনি তা শোনেননি। আবাসন ভেঙে পড়ার পর থেকে ফেরার পারিয়ানি। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে বহুতল ভেঙে পড়াকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত,শনিবার রাতে ইন্দোর শহরে ৫০ বছরের পুরনো জরাজীর্ণ চার তলার একটি বহুতল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় নিহত হন ১০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সারা রাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। উদ্ধার কাজ চলার পরিস্থিতি উপর গভীর নজর রাখেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সকালেও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। নিহতদের মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *