
নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক শঙ্কর পারিয়ানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা এবং ৩০৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিহত ম্যানেজারের পরিবারের অভিযোগ বহুতলের জরাজীর্ণতা নিয়ে বহুবার শঙ্কর পারিয়ানিকে সতর্ক করেছিলেন হরিষ সোনি। কিন্তু তিনি তা শোনেননি। আবাসন ভেঙে পড়ার পর থেকে ফেরার পারিয়ানি। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে বহুতল ভেঙে পড়াকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত,শনিবার রাতে ইন্দোর শহরে ৫০ বছরের পুরনো জরাজীর্ণ চার তলার একটি বহুতল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় নিহত হন ১০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সারা রাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। উদ্ধার কাজ চলার পরিস্থিতি উপর গভীর নজর রাখেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সকালেও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। নিহতদের মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।