নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ এপ্রিল ৷৷ গতকাল রাতে সোনামুড়া যাত্রাপুর থানাধীন এলাকায় পুলিশ হানা চালিয়ে প্রচুর পরিমানে ফেন্সিডিল ও শুকনো গাঁজার ড্রাম উদ্ধার করেছে৷ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য নেশা সামগ্রীগুলি মজুত ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তবে সিপাহীজলা প্রশাসনের কাছে গোপন খবর আসে যে, যাত্রাপুর এলাকা রাঙ্গামুড়া গ্রামের জসীম মিঞার বাড়িতে নেশা সামগ্রীগুলো মজুত ছিল৷ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার কিষাণ কুমার, ডিএসপি তাপস কান্তি পাল এবং এসডিপিও গমন জয় রিয়াং সহ যাত্রাপুর তানার ওসি পরিতোষ পাল বিশাল পুলিশবাহিনী নিয়ে শনিহার রাত ৯টায় জসীম মিঞার বাড়িতে থেকে তল্লাশি চালিয়ে ২২৯৭ বোতন ফেন্সিডিল এবং এক ড্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী থানায় নিয়ে আসে এবং বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান৷ তাছাড়া ডিএসপি তাপস কান্তি পাল জানায়, আগামীদিনেও নেশা বিরোধী অভিযান জারি থাকবে৷
2018-04-02