
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ আমির, সোহেল, রিজওয়ান, আনাস, ফাইজল, আলতাফ নামে ছয় যুবক ওই ছাত্রীকে ক্রমাগত যৌন হেনস্থা করে আসছিল। পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেফতারও করেছে। ধৃতদের থেকে পুলিশ একটি বন্দুক, বেশ কয়েকটি ছুরি এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে। যদিও মূল অভিযুক্ত আমির এখনও ফেরার।