বিজেপির কর্মীসভায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ হিমন্তবিশ্ব শর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ সৎ ও নিষ্ঠার সাথে বিজেপি কর্মী ও নেতাদের কাজ করার পরামর্শ দিলেন নেডার কনভেনার ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যে দলের সংগঠন আরো শক্তিশালি করে তুলতে তা খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি৷ তাঁর মতে, কারোরই শুধু পদ ও সুযোগ সুবিধা ভোগ করার জন্য মুখিয়ে থাকা ঠিক হবে না৷ তবেই, সংগঠন শক্তিশালি করা সম্ভব৷

শনিবার একদিনের রাজ্য সফরে আসেন বিজেপি নেতা তথা নেডার কনভেনার এবং অসমের অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যে এসেই দলীয় নেতা কর্মীদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন তিনি৷ এই সভায় দলের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ বিজেপির সমস্ত বিধায়ক, জেলা ও মন্ডল সভাপতি এবং প্রভারীরা সহ পৃষ্ঠা প্রমুখরাও উপস্থিত ছিলেন৷

এদিন সভায় তিনি বলেন, খুবই স্বল্প সময়ের মধ্যে বিজেপি এরাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে৷ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটেছে৷ তাতে আগামী দিনে পথচলা আরো অনেক কঠিন হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, শুধু নির্বাচনে জয়ী হওয়া একমাত্র লক্ষ্য থাকলে দীর্ঘ সময় ধরে ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না৷ এর জন্য প্রয়োজন আরো শক্তিশালি সংগঠন৷

তাঁর মতে, ভুলে গেলে চলবে না এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠায় বহু মানুষের অবদান রয়েছে৷ কারণ, লড়াইটা খুব সহজ ছিল না৷ সেক্ষেত্রে আগামী দিনে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালি করে তুলা যায় সেবিষয়ে ভাবতে হবে৷

তাঁর পরামর্শ, সৎ ও নিষ্ঠার সাথে সকলকে কাজ করে যেতে হবে৷ দলের তৃণমূলস্তর থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বদের দীশা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ শুধু পদ এবং সুুযোগ সুবিধা ভোগের চিন্তায় থাকলে সংগঠন শক্তিশালি করা কোনভাবেই সম্ভব হবে না৷

তাঁর আহ্বান, কঠিন লড়াইয়ের লক্ষ্য নিয়ে এখনই মাঠে নেমে পড়ুন৷ কারণ, এখন দলের উপর রাজ্য পরিচালনার দায়িত্বও রয়েছে৷ তাঁর কথায়, সংগঠন শক্তিশালি করার পাশাপাশি জনকল্যাণে রাজ্য সরকারও পরিচালনা করতে হবে৷ রাজ্যবাসীর স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে সক্ষম হলে, তবেই সংগঠনও মজবুত হবে৷

এদিকে, সিন্ডিকেট রাজত্ব নিয়েও শ্রীশর্মা দলের সকলকে সতর্ক করেছেন৷ তাঁর বক্তব্য, সিন্ডিকেট রাজত্ব এখনো রাজ্যে কায়েম থাকলে বাম শাসনের সাথে কোন ফারাক থাকবে না বিজেপি সরকারের৷ তাঁর কটুক্তি, সিট্যু অফিসগুলি দখল করছে বিজেপি সমর্থকরা, এই খবর সত্যি হলে এরাজ্যে বিজেপি সরকার গঠনের কোন সার্থকতা রইল না৷ তাঁর কথায়, ইউনিয়ন এবং এসোসিয়েশন সকলেই সমান৷ সিন্ডিকেট রাজত্ব বন্ধ করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *