নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ মার্চ৷৷ উত্তর জেলার কদমতলা বাজারে শুক্রবার ধরা পড়ল এক কুখ্যাত চোর৷ তবে এই চোরের চুরির কায়দা সম্পূর্ণ আলাদা৷ চোরের লক্ষ্য এটিএম কার্ড৷ তবে সহজ সরল ও নিরক্ষর মানুষকে প্রতারনা৷ দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় সাধারণ মানুষের একাউন্ট থেকে এটিএম এর মাধ্যমে টাকা লুটে নিচ্ছিল৷ প্রতিদিন কদমতলা বাজারের সিন্ডিকেট ব্যাঙ্কের এটিএম কাউন্টার, অক্সিস ও এসবিআই এটিএম কাউন্টারগুলি থাকতো ঐ চোরের নজরে৷ সহজ সরল ও নিরক্ষর পুরুষ মহিলারা টাকা তুলতে আসলে সাহায্যের নামে অতি সুকৌশলে তাদের একাউন্ট থেকে টাকা তুলে নিত৷ চোরেরা টাকা চুরির সিস্টেম ছিল এটিএম কার্ড বদল৷ নেটওয়ার্ক চলে গেছে, আজ টাকা উঠবেনা, এখন সার্ভার ডাউন-ইত্যাদি৷ কিন্তু প্রথমে সাধারণ জনতার এটিএম টি কাউন্টারে সোও করিয়ে রেখে দিত৷ পরে সে অনায়াসে মানুষের একাউন্ট এর টাকা বের করে নিয়ে যেত৷ বিগত বছর যাবৎ কয়েক লক্ষ টাকা চোরের দল নিয়ে গেছে বলে জনগণ ও একাউন্ট হোল্ডারদের অভিযোগ৷ এদিকে গত ১৭ মার্চ চুরাইবাড়ি আব্দুল মালিক এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গেলে ঐ চোর আব্দুল মালিকের একাউন্ট থেকে সুকৌশলে ১০ হাজার টাকা নিয়ে যায়৷ আর একাউন্ট হোল্ডারকে ১ হাজার টাকা দিয়ে বলে কাল এসে নিয়ে যেতে৷ আজ আর হবেনা৷ কিন্তু কিছুক্ষণ পর মোবাইলে টাকা তুলার এসএমএস এলে ঘটনাটি বোঝতে পারেন আব্দুল মালিক৷ তারপর উনার আত্মীয় স্বজনকে নিয়ে কদমতলার তিনটি এটিএম কাউন্টারে নজর রাখতে শুরু করেন৷ এমনকি কদমতলা থানায় একটি মামলা দায়ের করেন টাকা চুরির৷ অবশেষে আজ দুপুর বেলা কদমতলা এক্সিস ব্যাঙ্ক এর এটিএম কাউন্টারের সামনে পান ঐ চোরকে৷ সাথে সাথে চোরকে আটক করে স্থানীয় জনগণ উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার হাতে তুলে দেন৷ জনতার রামধোলাই খেয়ে চোর স্বীকার করেছে সেই ঐ টাকা প্রতারনা করে নিয়ে গিয়েছে৷ সে আরও স্বীকার করেছে তার নাম আম্বর আলী (২০)৷ সে কদমতলারই বাসিন্দা৷ পুলিশ চোর ও তার একটি মোটর সাইকেল আটক করে থানাতে নিয়ে যায়৷ এই ঘটনার খবর চাউর হতেই সুলেখা নাথ নামের এক মহিলা থানায় এসে ধৃত চোরকে সনাক্ত করে বলেন, উনারও ৪ হাজার টাকা নেট ওয়ার্কের অজুহাত দেখিয়ে তুলে নিয়েছে৷ অপরদিকে জ্যোৎস্না বেগম নামের এক মহিলা এসে চোরটিকে চিনতে পারেন এবং উনার ১১ হাজার টাকা সে চুরি করেছে এটিএম কার্ড বদল করে তাও বলেন৷ তাছাড়াও কদমতলার জনগণের অভিযোগ একটি বড় চক্র রয়েছে এটিএম থেকে সুকৌশলে মানুষের টাকা ছিনিয়ে নেওয়ার৷ কদমতলা থানার এসআই সঞ্জয় লস্কর জানান, ঘটনাটির সুষ্ট তদন্ত হবে৷ তদন্তে আসল রহস্য বেড়িয়ে এলে অপরাধীকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে৷
2018-03-24

