নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): দেশবাসীকে রঙের উত্সব হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| দেশের প্রত্যেকটি মানুষের শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| শুক্রবার সকাল ৭.০০ মিনিট নাগাদ মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘হোলির পবিত্র দিনে দেশের প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন| সম্প্রীতির উত্সব হোলি প্রত্যেকের জীবনে নিয়ে আসুক শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি|’ হোলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ‘সকলকে হোলির শুভেচ্ছা|’
শুক্রবার পবিত্র হোলির দিনে রঙের উত্সবে মেতে উঠেছে গোটা দেশবাসী| দিল্লিতে নিজ বাসভবনে হোলি উত্সব উদযাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| হোলির আনন্দে মেতে উঠেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বার নকভি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রমুখরা| পাশাপাশি উত্তর প্রদেশের গোরক্ষপুর, কানপুর ও মোরাদাবাদ এবং উত্তরাখণ্ডের ঋষিকেশ-এ সকাল থেকেই রঙের উত্সবে মাতোয়ারা মানুষজন| গুজরাটের আহমেদাবাদে টোমাটো দিয়ে হোলি উত্সব পালিত হয়| মথুরা ও বৃন্দাবনে রঙের উত্সবে মেতেছে আট থেকে আশি|
অশুভ শক্তির বিনাশে দেশের বিভিন্ন প্রান্তে রঙের উত্সবের প্রাক্কালে পালন করা হয় হোলিকা দহন| বাণিজ্য নগরী মুম্বইয়ের ওরলিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর মূর্তির তৈরি করে তা পোড়ানো হয়|