শ্রীনগর ১ মার্চ (হি.স.): উপত্যকায় শান্তি ফেরানোর চেষ্টা করলেও বারবার জঙ্গিদের আক্রমণের জন্য তা সফল হতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জঙ্গিদেরখুঁজে বের করতে চলছে সেনা অভিযান চলছে। হোলিতেও জম্মু–কাশ্মীরে থামল না সেনা–জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরা জেলারহাজিনের সুকুর দিন মহল্লায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনীর ১৩ রাষ্ট্রীয় রাইফেল্স এবং রাজ্য পুলিশের এসওজি। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায়হাজিন এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি ইতিমধ্যে নিকেশ হয়েছে। জানা গিয়েছে, এদিন ভোর থেকে হাজিন এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। জানা গিয়েছে এদিন যৌথবাহিনীকেএগোতে দেখে লুকিয়ে থাকা স্থান থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গি। তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। অবশেষে সকালের দিকে খতম হয় এক জঙ্গি। এরপরইএলাকা ঘিরে ফেলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সেনাবাহিনী। মৃতদেহের পাশ থেকে একটি একে–৪৭ রাইফেলও উদ্ধার করেছে সেনা। সংঘর্ষ চলাকালীনই স্থানিয় বাসিন্দারাবেরিয়ে এসে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে সেনা।