পিআরসিআই ত্রিপুরা শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ জনসংযোগ কর্মসূচির পেশাগত বিকাশ এবং উন্নয়নের লক্ষে পাব্লিক রিলেসন কাউন্সিল অপ ইন্ডিয়ার ৩২ তম ভারতীয় শাখার সূচনা করলেন সংস্থার পূর্বাঞ্চলের প্রধান বি কে সাহু আগরতলায়৷ ২৮ শে জানুয়ারি পি আর সি আই ত্রিপুরা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে শ্রী সাহু বলেন, পৃথিবীর প্রাচীনতম যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মোড়কে দ্রুত এবং সার্বিক গ্রাহণযোগ্য কায়দায় তথ্য পরিবেশনই জনসংযোগের মূল কথা৷ সি আর সি আই ১৯৫২ সালে আমেরিকাতে প্রথম যাত্রা শুরু করেছিল৷ তারপর ধীরে ধীরে সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতবর্ষেও এর প্রসার ঘটে৷ আজকের সময়ে জনসংযোগ পেশা এবং অদ্বীতিয় বলে তিনি মন্তব্য করেন৷

শ্রী সাহু বলেন, সাংবাদিকতায় সংগে জনসংযোগ পেশার গনিষ্ঠ যোগাযোগ রয়েছে৷ জনসংযোগ পেশাধারীরা নির্বাচিত এবং জনহিতকর তথ্যাবলি গুরুত্বের নিরীখে সাংবাদিকদের প্রদান করেন৷ আর সাংবাদিকরা এই সব তথ্যের স্যততা বা উপযোগিতা যাচাই করে জনগণের কাছে সংবাদ হিসেবে পরিবেশন করেন৷ এক্ষেত্রে দুই পেশার নীতিগত অবস্থান এক এবং অভিন্ন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষনে পি আর সি আই কলকাতা শাখার সহ প্রধান, পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার চিফ পাব্লিক রিলেশন অফিসার সঞ্জয় মুর্খাজি সাংবাদিকদের সংগে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে পেশা দায়িত্ব বাড়ানোর জন্য সরকারি এবং বেসরকারি সংস্থার জনসংযোগ আধিকারিকদের ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত মতবিনিময় ও জ্ঞানের আদান প্রদান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি আশা প্রকাশ করেন, ভারত এবং বর্হিভারতে ত্রিপুরার ব্রান্ড বিল্ডিং এবং রাজ্যের অভিন্ন সম্পদের মূল্য সংযোজনের ক্ষেত্রে পি আর সি আই ত্রিপুরা শাখা উল্লেখযোগ্য ভুমিকা নেবে৷

মুখ্য আলোচকের ভাষনে পি আর সি আই কলকাতা শাখার সম্পাদক এবং এম এম সি কলেজের গনজ্ঞাপন শাখার অধ্যাপক বিশ্বজিত দাশ, সফল জনসংযোগের জন্য সমাজের সকল অংশের জনগণের সংগে ঘনিষ্ঠা বাড়ানোর পরামর্শ দেন৷ তিনি  বলেন, সুসম্পর্কই হচ্ছে সফল জনসংযোগের আসল শর্ত৷ মানুষের সংগে যদি সম্পর্ক বাড়ানোর না যায় তাহলে কোন ভাবেই জনসংযোগ প্রক্রিয়ায় ব্লান্ড বিল্ডিং এর কাজ সফল হয় না৷ তার মতে, প্রত্যেকটি মানুষই এক এক জন জনসংযোগ কর্মি, পেশাদারি মানসিকতার বিকাশ শুধুমাত্র দায়িত্ব বা ডিগ্রী দিয়ে শেষ হয় না৷ এর জন্য প্রয়োজন বলার চাইতে শুনার মানসিকতা বেশি তৈরী করা এবং ব্যক্তিগতস্তরে সহনশীলতা বাড়ানো৷ তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্বের বিকাশে পি আর সি আই এই রাজ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাংবাদিক সুবল কুমার দে৷ তিনি পি আর সি আই কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করেন এবং আশা প্রকাশ করেন, জনসংযোগ কর্মকান্ডের বিকাশে ও পেশাদারিত্বের সম্প্রসারনে সংস্থাটি নতুন দিশা দেবে৷

অনুষ্ঠানের শুরুতে পি আর সি আই ত্রিপুরা শাখার প্রেক্ষ্যাপট ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শাখার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য এবং সমাপ্তি ভাষণ দেন রাজ্য শাখার সম্পাদক, পি আই বি রাজ্য শাখার মিডিয়া ও কমিউনিকেশন আধিকারিক সুদীপ্ত কর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *