নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ দুই মদমত্ত যুবকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে৷ তার নাম সাধন বিশ্বাস(৩৮)৷ মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে৷ অভিযুক্ত রামু দাসের বিরুদ্ধে মৃতের পরিবার আমতলি থানায় মামলা দায়ের করেছে৷ তবে, পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷
জানা গেছে, গত মঙ্গলবার রামু দাস ও সাধন বিশ্বাসের মধ্যে মদমত্ত অবস্থায় সংঘর্ষ বাধে৷ তাতে গুরুতর জখম হন সাধন বিশ্বাস৷ পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যান৷ তিনদিন জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ মৃতের পরিবার অভিযুক্ত রামু দাসের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করেছে৷ পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি৷ মৃতের পরিবার অভিযুক্ত রামু দাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷