নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ কংগ্রেসের সাথে তৃণমূলের জোট সম্ভাবনা প্রবল হয়েছে৷ দিল্লিতে এনিয়ে বৈঠক হয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর দলের সভাপতি রাহুল গান্ধী তৃণমূলের সাথে জোট গঠনে সম্মত হয়েছেন৷ তবে, নির্দিষ্ট আসন নিয়ে তৃণমূল জোট গড়তে চাইলেই নির্বাচনী আতাত চূড়ান্ত রূপ নেবে৷ সূত্রের খবর, কংগ্রেস জোট সঙ্গীদের ২০টি আসন দিতে চাইছে৷ তাতে, রাজি হলেই কংগ্রেস জোট গঠন করবে৷ নয়তোবা ৬০টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস৷ এই জোটে অংশীদার হতে আইএনপিটি এবং এনসিটিকেও আহ্বান জানানো হয়েছে৷ এদিকে বৃহস্পতিবার আইএনপিটি-এনসিটির ফোরাম ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে৷ তাছাড়া, আইপিএফটি তিপ্রাহাও এদিন ১০টি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে৷
জোট নিয়ে দফায় দফায় বৈঠক করছে কংগ্রেস৷ সূত্রের খবর, এদিন নয়াদিল্লিতে কংগ্রেস সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এবং সি পি জোশী ও সম্পাদক ভূপেন বোরা সহ প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুর, বীরজিৎ সিনহা এবং গোপাল রায় বৈঠক করেছেন৷ সন্ধ্যা ৬টা থেকে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ঐ বৈঠকে জোট গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বৈঠক শেষে কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক হয়েছে৷ ঐ বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ছিলেন৷ সূত্রের খবর, আইএনপিটি, এনসিটি এবং তৃণমূল কংগ্রেসকে ১৬টি আসন দিতে রাজি হয়েছেন কংগ্রেস সভাপতি৷ তবে, কংগ্রেসের প্রস্তাবিত আসনে জোট সঙ্গীরা রাজি না হলে একাই ৬০টি আসনে প্রার্থী দেবে বলে মনস্থ করেছে দল৷ প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ১২টি আসন এবং আইএনপিটি-এনসিটি ফোরাম ১৬টি আসন দাবি করেছে৷ আগামীকালের মধ্যে ঐ তিন দলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে৷
এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইএনপিটি-এনসিটি ফোরাম ১৪টি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে৷ আইএনপিটির প্রার্থীরা হলেন, সিমনা কেন্দ্রে রবীন্দ্র দেববর্মা, মান্দাই বাজার কেন্দ্রে জগদ্বীশ দেববর্মা, গোলাঘাটি কেন্দ্রে মানব দেববর্মা, বাগমা কেন্দ্রে জ্যোতিশ জমাতিয়া, অম্পিনগর কেন্দ্রে অমিয় কুমার দেববর্মা, করবুক কেন্দ্রে জনমনি ত্রিপুরা, রাইমা ভ্যালি কেন্দ্রে শিবচন্দ্র দেববর্মা, আমবাসা কেন্দ্রে বিজয় রাঙ্খল, করম ছড়া কেন্দ্রে রতীশ ত্রিপুরা, কাঞ্চনপুর কেন্দ্রে সিন্দ্রাই রিয়াং এবং ছামনু কেন্দ্রে বিহারী বৈষ্ণব৷ এদিকে এনসিটি প্রার্থীরা হলেন, রামচন্দ্রঘাট কেন্দ্রে অনিমেষ দেববর্মা, আসারামবাড়ি কেন্দ্রে রাজেশ কুমার দেববর্মা এবং কৃষ্ণপুর কেন্দ্রে কৃপাজয় রিয়াং৷ এদিন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুয়েক দিনের আরো প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হবে৷ অন্তত ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ফোরাম৷ তবে, কংগ্রেসের সাথেও ােজট গঠনে আগ্রহী ফোরাম৷ আসন বন্টনে দাবি কংগ্রেস মেনে নিলেই জোটে প্রস্তুত তাঁরা, জানিয়েছেন আইপিএফটি সভাপতি বিজয় রাঙ্খল৷
এদিকে, আইপিএফটি তিপ্রাহাও এদিন প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে৷ মোট ১০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে দল৷ করমছড়া কেন্দ্রে কল্পমোহন ত্রিপুরা, সিমনা কেন্দ্রে সবিন দেববর্মা, টাকারজলা কেন্দ্রে হরিদাস দেববর্মা, চড়িলাম কেন্দ্রে যতিলাল দেববর্মা, অম্পি কেন্দ্রে চন্দ্রবীর জমাতিয়া, ছামনু কেন্দ্রে অসিত দেববর্মা, আশারামবাড়ি কেন্দ্রে সুশীল দেববর্মা, কৃষ্ণপুর কেন্দ্রে চিত্তরঞ্জন দেববর্মা, আমবাসা কেন্দ্রে প্রবীর কুমার কলই এবং তেলিয়ামুড়া কেন্দ্রে অশোক দেববর্মা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আইপিএফটি তিপ্রাহার নির্বাচন কমিটির কনভেনার বিনয় দেববর্মা৷