জম্মু, ২৪ জানুয়ারি (হি.স.): গত ২০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটি সেক্টরে, সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি ছোঁড়ে পাকিস্তানি সেনাবাহিনী| পাক গোলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নায়েক জগদীশ (৩৪)|আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় সৈনিক নায়েক জগদীশ (৩৪)|
শহিদ সেনা জওয়ান নায়েক জগদীশ-এর বাড়ি উত্তরাখণ্ডের চামোলি জেলায়| রেখে গেলেন স্ত্রী ঊষা দেবী এবং দুই সন্তানকে| উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ থেকে গত রবিবার পর্যন্ত পাক হামলায় মৃত্যু হয় মোট ১১ জনের| মৃতদের মধ্যে ৬ জন হলেন সাধারণ নাগরিক, তিন জন সেনা জওয়ান এবং দু’জন হলেন বিএসএফ আধিকারিক| এবার মৃত্যু হল কৃষ্ণা ঘাঁটিতে পাক গোলায় জখম সেনা জওয়ানের|