বরেলি, ১৫ জানুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের বরেলির স্টেডিয়াম রোডে অবস্থিত সাই হাসপাতালে| সোমবার ভোর চারটে নাগাদ সাই হাসপাতালের আইসিইউতে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জন মহিলার| এছাড়াও গুরুতর আহত হয়েছেন এক জন মহিলা| হাসপাতাল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় বেশ কয়েকজন রোগীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে হাসপাতাল চত্বরে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের তত্পরতায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার ভোর ৩.৩০ থেকে চারটের মধ্যে হাসপাতালের আইসিইউতে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন রোগী আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন| আইসিইউ থেকে রোগীদের বের করার আগেই শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান দু’জন মহিলা| এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন মহিলা| মৃত দুই মহিলার নাম হল, রাজবালা এবং মঙ্গলা দেবী| তাঁদের বাড়ি বদায়ুঁতে| গুরুতর আহত হয়েছেন শান্তি দেবী নামে এক মহিলা| তাঁকে আশঙ্কাজনক অবস্থায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মহিলার মৃত্যু এবং একজন মহিলার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা| এরই মধ্যে পুলিশ হাসপাতাল চত্বরে এলে পরিস্থিতি শান্ত হয়ে যায়| আইসিইউতে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|