দম্পতির আকন্ঠ মদ্যপান, অগ্ণিদগ্দ হয়ে স্ত্রীর মৃত্যু,সন্দেহের তীর স্বামীর দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ মদমত্ত দম্পতির বিবাদে আত্মঘাতী গৃহবধূ৷ মৃতার নাম তুষি দেববর্মা৷ বয়স আনুমানিক ৩৬৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম থানাধীন কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায়৷ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তুষি৷ অভিযোগের তীর স্বামী রাজেশ দেববর্মার বিরুদ্ধে৷ ব্যাঙ্ক কর্মী স্বামীর সঙ্গে আকন্ঠ মদ্যপান করে স্ত্রী’র আত্মহত্যার তদন্তে নেমেছে পুলিশ৷

উল্লেখ্য, আধুনিক জীবন কাটাতে গিয়ে দু জনের মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা চলছিল না৷ পরিবারের সদস্যদের দাবী দম্পতি বন্ধু বান্ধবদের নিয়ে মদ খেয়ে সবসময় বাড়িঘরে উশৃঙ্খলতা করত৷ বৃহস্পতিবার মদের নেশায় আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল গৃহবধূ৷ অর্ধদগ্দ অবস্থায় স্থানীয়রা জি বি হাসপাতালে ভর্তি করলেও শুক্রবার গভীররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্ণিদগ্দ তুষিকে চিকিৎসা করার সময় মৃতার শরীরে মদমত্ত হওয়ার সত্যতা খঁুজে পেয়েছিলেন৷ পরিকল্পিত খুন করতে মদ খাওয়ানোর পর আগুন লাগানো হয়েছে কিনা সন্দীহান মৃতার বাপের বাড়ির লোকজন৷

এদিকে, আধুনিক সমাজ ব্যবস্থায় সভ্যতা ও সংসৃকতিকে পদদলিত করছেন একাংশ মহিলারা৷ তারা চরম উশৃঙ্খলতার পরিচয় রাখছেন৷ পাশ্চাত্য সংসৃকতিকে দত্তক নিয়ে তারা এতটাই বেহায়াপনায় মাতোয়ারা হয়ে উঠছেন যে ভবিষ্যৎ প্রজন্মও তাদের কাছ থেকে সঠিক শিক্ষা পাচ্ছে না৷ তাই সন্তানরা বিপথে পরিচালিত হচ্ছে৷ নিজ বাড়িতেই যেখানে  পাশ্চাত্য সংসৃকতির আখড়া হয়ে থাকে সেখানে সন্তানরা কতটু সুনগারিক ও সভ্যতা এবং সংসৃকতিকে আয়ত্ত করতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *