গ্রেটার নয়ডা, ১৩ জানুয়ারি (হি.স.): গ্রেটার নয়ডার সুরজপুরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বক্সার জীতেন্দ্র মান (২৭)| সুরজপুর এলাকায় অভিজাত ফ্ল্যাট থেকে শুক্রবার বক্সারের গুলিবিদ্ধ দেহ করেছে পুলিশ| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) সুনীতি সিং জানিয়েছেন, সেক্টর আলফা এলাকায় একটি ব্যামাগারের ট্রেনার ছিলেন বক্সার জীতেন্দ্র মান| তিনি থাকতেন জেটা সেক্টর ৩-এর অভিজাত এভিজে হাইটস আবাসনে| শুক্রবার দুপুর দু’টো নাগাদ ফ্ল্যাটে তাঁর গুলিবিদ্ধ দেহ দেখতে পান ব্যামাগারের প্রধান তথা বন্ধু প্রীতম টোকাস এবং পরিবারের সদস্যরা|
পুলিশ সুপার আরও জানিয়েছেন, গত বুধবার সকালে শেষবারের জন্য ব্যামাগারে দেখা গিয়েছিল জীতেন্দ্র মানকে| এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল| উদ্বিগ্ন হয়ে পড়েন প্রীতম ও জীতেন্দ্রর পরিবারের সদস্যরা| যোগাযোগ করতে না পেরে শুক্রবার দুপুরে জীতেন্দ্রর ফ্ল্যাটে যান তাঁর বন্ধু প্রীতম ও পরিবারের সদস্যরা| প্রীতমের কাছে একটি চাবি ছিল| সেই চাবি দিয়ে জীতেন্দ্রর ফ্ল্যাটের দরজা খুলে প্রীতম দেখেন রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে জীতেন্দ্রর নিথর দেহ| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে| তদন্তকারীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন| খুনের ঘটনার কিনারা করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ|
প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বক্সার জীতেন্দ্র মান উজবেকিস্তান, ফ্রান্স, কিউবা ও রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন| অবসর নেওয়ার পর সেক্টর আলফা এলাকায় একটি ব্যামাগারের ট্রেনার হিসেবে কাজ করতেন তিনি| জীতেন্দ্রর বাবা সত্যপ্রকাশ ও মা রাজবালা দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকায় থাকেন|