বেঙ্গালুরু, ১৩ জানুয়ারি (হি.স.): শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।শিশু শ্রমিক বন্ধ করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কর্নাটক সরকার। কর্নাটকের যে সব সংস্থাগুলি শিশু শ্রমিকদের নিয়োগ করবে, সেই সংস্থাগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট কর্নাটকের শিশু শ্রমিক সচেতনতা শিবিরের পক্ষে গিয়ে রায় দিয়েছেন। বড় বড় সংস্থার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্নাটকের পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন। কিন্তু শীর্ষ আদালতে আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। শীর্ষ আদালত কর্নাটক হাইকোর্টের রায়কেই বহাল রেখে জানিয়েছে, যে সব সংস্থা শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ করবে সেই সংস্থাগুলির বিরুদ্ধে শিশু শ্রমিক আইনের ২৪ ধারা লাঘু করা হবে এবং সংস্থার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।
এক সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে সবচেয়ে বেশি ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদেরকেই শ্রমিক হিসাবে নিয়োগ করা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কেন্দ্র সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই শিশু শ্রমিক বন্ধ করার জন্য কাজও করছে। ভিনরাজ্য ও ভিনদেশ থেকেও অনেক শিশু শ্রমিকদের উদ্ধার করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে কর্নাটক সরকারের এই উদ্যোগ সত্যিই এক নজির গড়ল, যা দেখে অন্য রাজ্যেরও শিক্ষা নেওয়া উচিত।