হাসান (কর্ণাটক), ১৩ জানুয়ারি (হি.স.): জলাশয়ে বাস পড়ে যাওয়ার কারণে কর্ণাটকের হাসনের কারীকেরা এলাকায় ৭ জনের মৃত্যু হয়। শুক্রবার গভীর রাত ৩:৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। শুক্রবার বেঙ্গালুরু থেকে ধর্মশালার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় হাসানের কৃষি কলেজের সামনে একটি জলাশয়ের মধ্যে পড়ে যায় বাসটি। বাসটির মধ্যে ৪৩ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক এবং কনডাক্টারসহ ৫ জনের। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পুলিশ দাবি করেছে অতিরিক্তি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় বাসটি। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।