বিজেপির সমাবেশে যোগ দিতে গিয়ে পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর জখম চবিবশ জন

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ৭ জানুয়ারি৷৷ বিজেপি’র র্যালীতে যোগ দিতে যাওয়ার পথে পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত হয়েছেন ২৪ জন৷ ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাই সুকলের মাঠে রবিবার বিজেপির সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভর্তি হয়ে প্রচুর সংখ্যায় লোক সমবেত হয়৷ এরই মধ্যে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে টিআর-০২-১৬১৪ নম্বরের একটি বুলেরো পিকআপ ট্রাক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২২ জন৷ দুর্ঘটনাটি ঘটেছে আসামা আগরতলা জাতীয় সড়কের এস কে পাড়ায়৷ গাড়িতে থাকা প্রায় সকেলই আহত হয়েছেন৷ পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মনু হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে আটজনকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় চারজনকে কুলাই হাসপাতাল থেকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷
অন্যদিকে ধনপুর হাসপাতালের সামনে বাইক উল্টে গিয়ে জখম দুইজন যুবক৷ জানা গিয়েছে, উৎসাহী মেজাজে অমিত শাহ’র সমাবেশে যোগ দেওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়েছেন যুবকরা৷ আহতদের উদয়পুর থেকে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *