হায়দরাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): হায়দরাবাদে এক কোটি টাকার বাতিল নোট সমেত তিন জনকে গ্রেফতার করল পুলিশ| ধৃতদের নাম হল, কে রাজেশ (স্টক মার্কেট বিনিয়োগকারী), পি অনন্ত রেড্ডি (ব্যবসায়ী) এবং আসাঙ্গারি নাগারাজু (চালক)| বৃহস্পতিবার হায়দরাবাদের কারখানা মেইন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে| তিন জনকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি হোন্ডা অ্যাক্টিভা স্কুটার এবং তিনিটি মোবাইল ফোন|
ডিসিপি (নর্থ জোন) বি সুমতি জানিয়েছেন, বিমুদ্রাকরণের পর বাতিল হয়ে যাওয়া নোট পাল্টানোর উদ্দেশে তারা খারখানা মেইন রোড সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় এসেছিল| সেখান থেকেই এক কোটি টাকার বাতিল নোট সমেত তিন জনকে গ্রেফতার করা হয়েছে| বিমুদ্রাকরণের এতদিন পর কোথা থেকে তারা বিপুল পরিমাণ অচল নোট পেল, সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা|