জয়পুর, ৩ জানুয়ারি (হি.স.): রাজস্থানে দু‘টি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন| পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের রাজধানী জয়পুরে টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন মহিলা ও দুই শিশুসহ নিহত হন একই পরিবারের ৮ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। মৃতদেহ গুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে নারাইনায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
অন্য আর একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন ও আহত হয়েছেন ১২ জন। রাজস্থানের সিকার এলাকায় ট্রাক্টর ট্রলির সঙ্গে একটি দ্রুতগতির বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৫ জন এবং আহত হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে এই দুর্ঘটনায় তা খতিয়ে দেখছে পুলিশ।