সাংবাদিক খুন : প্রতিবাদে বিজেপি-র ত্রিপুরা বনধ ২৩শে

আগরতলা, ২১ নভেম্বর, (হি.স.) : ফের সাংবাদিক হত্যার প্রতিবাদে আগামী ২৩ তারিখ ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে প্রদেশ বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগও দাবি করেছে দল।
আগরতলায় জিবি হাসপাতালে মর্গের সামনে বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব ক্ষোভের সঙ্গে বলেন, আজকের ঘটনার পর মানিক সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় টিঁকে থাকার অধিকার নেই। এখনই তাঁর পদত্যাগ করে উচিত। এ ঘটনার প্রতিবাদে আগামী ২৩ নভেম্বর রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাছাড়া বিরোধী দলের বিধায়ক ও বহু নেতা ভিড় করেছেন হাসপাতলে। আজকের সাংবাদিক হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারি স্তরে এখনও কোনও বক্তব্য আসেনি। পুলিশও মুখ খুলছে না।
এদিকে ত্রিপুরায় ফের সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আরসি নগরে দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস ক্যাম্পে সাংবাদিক সুদীপ দত্তভৌমিককে টিএসআর-এর এক জওয়ান গুলি করে হত্যা করেছে। তাঁর পেটের বাঁদিকে গুলি লেগেছে। আততায়ী জওয়ান নন্দু রিয়াংকে অবশ্য গ্রেফতার করা হয়েছে।
নিহত সাংবাদিক সুদীপ দত্তভৌমিক গত তিন দশক ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্থানীয় দৈনিক সংবাদপত্র ‘স্যান্দন পত্রিকা’র সাংবাদিক ছিলেন।