BRAKING NEWS

মুখ্যমন্ত্রী মানিক সরকারের গ্রেপ্তার চেয়ে সিবিআইয়ে চিঠি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ চিটফান্ড কেলেংকারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি৷ বিজেপি-র তরফে ইতিমধ্যেই সিবিআই-এর কাছে নির্দিষ্ট কিছু তথ্য-প্রমাণ দিয়ে চিঠি পাঠানো হয়েছে৷ বিজেপি-র প্রদেশ কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীব রায়বর্মণ অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং ত্রিপুরায় রোজভ্যালি সহ সব কয়টি চিটফান্ড কোম্পানি সরকার আশ্রয়ে এ প্রশ্রয়ে সমৃদ্ধি লাভ করেছে৷ সাড়া দেশে চিটফান্ড-বিরোধী অভিযান শুরু হলে তাদের পালিয়ে তাকার ব্যবস্থাও করে দেয় রাজ্য প্রশাসন৷ সুদীপ বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে চিটফান্ড কেলেংকারিতে যুক্ত থাকার আরও অনেক অভিযোগ উঠে আসছে৷ ফলে, শুধু পশ্চিমবাংলায় চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনও কাজ হবে না৷ রোজভ্যালির মূল ব্যবসা ছিল ত্রিপুরায়৷ যে অভিযোগে মদন মিত্রকে এতদিন জেলে ঢুকিয়ে রাকা হয়েছিল, তার চেয়ে গুরুতর অভিযোগ রয়েছে মানিক সরকারের বিরুদ্ধে৷ তিনি বলেন, রাজ্য সরকারের অসাধু মনোবৃত্তি ছিল, আর তাই সত্য বিষয়গুলি বিধানসবায়ও লুকিয়ে রাখা হয়৷ এখন রোজভ্যালির গায়েব করা অর্থাংকের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা বলা হচ্ছে৷ যা ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যের জন্য অনেক বড় বিষয়৷ তিনি আরও বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে চিটফান্ড কেলেংকারির বিষয়গুলিতে যাতে সিবিআই তদন্তের জন্য না নেয় তার জন্য কৌশল করেছিল রাজ্য সরকার৷ তাই বিজেপি এবার সরাসরি সিবিআই ডিরেক্টরের কাছে বিস্তারিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং তার অন্যান্য অভিযুক্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলির বিস্তারিত বিবরণ সহ নথিপত্র পাঠিয়েছে৷ দ্রুত মানিক সরকার এবং শাসকদলের অন্যান্য অভিযুক্ত নেতা- নেত্রীদেরও শিগগির গ্রেফতার করে তদন্ত- ক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার দাবিও করা হচ্ছে৷ তিনি জানান, এখন চিটফান্ড কেলেংকারির সঙ্গে তাঁরা যে যুক্ত সে সবের তথ্য প্রমাণের কোনও অভাব নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *