হরিদ্বারে ফ্যাক্টরিতে ভেঙে পড়ল ক্রেন, আহত অন্তত ১২ জন শ্রমিক

হরিদ্বার, ৬ নভেম্বর (হি.স.): হরিদ্বারের লান্ধুয়াড়া এলাকায় রানা বার ফ্যাক্টরিতে ভেঙে পড়ল ক্রেনের একাংশ| এরপর ওই ক্রেনে থাকা গলা লোহা শ্রমিকদের শরীরের উপর পড়ায় আহত হলেন অন্তত ১২ জন শ্রমিক| আহত শ্রমিকদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাতে লাঙ্গুয়াড়া এলাকায় অবস্থিত রানা বার ফ্যাক্টরিতে ক্রেনের একাংশ ভেঙে পড়ে| এরপর ওই ক্রেনে থাকা গলা লোহা শ্রমিকদের শরীরের উপর পড়ায় আহত হলেন অন্তত ১২ জন শ্রমিক| এছাড়াও গলা লোহা সিলিন্ডারের উপর পড়ায় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়| এরপরই আগুন ধরে যায়|
সাব-ইন্সপেক্টর প্রমোদ কুমার জানিয়েছেন, অবহেলার দায়ে রানা বার ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ফ্যাক্টরির এক আধিকারিককে| আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-সত্তার, ওয়াসিম, খুশনশীব, ইনাম, অঙ্কিত, শচিন এবং রাজীব| আহতদের মধ্যে ৪ জন উত্তর প্রদেশের বাসিন্দা|