নিউইয়র্ক, ১ নভেম্বর (হি.স.): গত দশকে আল কায়দার ৯/১১-র সন্ত্রাসবাদী হামলার পর ফের একবার আক্রান্ত হল আমেরিকার বাণিজ্য নগরী নিউইয়র্ক। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩ টে নাগাদ নিউইয়র্কের লোয়ার ম্যাহ্যাটনে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ট্রাক ফুটপাথে উঠে পথচারী এবং সাইকেল আরোহীদের পিষে দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৮ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পাশাপাশি এই হামলায় আহত হয়েছে ১২ জন নিরীহ নাগরিক। তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, পুলিশ ওই ঘাতক পিকআপ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। ২৯ বছর বয়সী সইফুল্লা হাবিবুল্লাইভিক সাইপোভ নামে ওই সন্ত্রাসবাদী উজবেকিস্তানের নাগরিক। ২০১০ সাল থেকে আমেরিকার ফ্লোরিডায় বসবাস করছিল সে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটির থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের একটি কাগজসহ একটি পেন্টবল বন্দুক এবং একটি প্যালেট বন্দুক উদ্ধার করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা আরও বলেছেন যে, সাদা রঙের ঘাতক পিকআপ ট্রাকটি সইফুল্লার নিজের নয়। নিরীহ নিউইয়র্কবাসীদের উপর এই হামলা চালানোর জন্য ট্রাকটি সে ভাড়া নিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দ্রুতগতিতে আসা ট্রাকটি ফুটপাতে উঠে পথচারীসহ বেশ কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারার পরে একটি স্কুল বাসে সজোরে ধাক্কা মারে। তারপর দুইটি হ্যান্ডগান সঙ্গে নিয়ে ট্রাক থেকে বেরিয়ে আসে সইফুল্লা। সেই সময় সে চিৎকার করে কিছু বলতে চায়। ঘটনাস্থলে থাকা পুলিশ তখন তার তল পেট লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থা তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে, এই সস্ত্রাসবাদী হামলার তীব্র ভাষায় নিন্দা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ট্যুইট বার্তায় এই সন্ত্রাসবাদী হামলায় আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি বলেছেন যে, দেশ এবং ভগবান তাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি তিনি বলেন মনে হচ্ছে আবারও একজন অসুস্থ ও মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি হামলা চালিয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। নিয়ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছেন নিরীহ মানুষের উপর সন্ত্রাসবাদী হামলা চালিয়ে ভীরুতার পরিচয় দিয়েছে ওই সন্ত্রাসবাদী।
নিউইয়র্কের সন্ত্রাসবাদী হামলার কঠোর সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এই হামলায় আক্রান্তদের প্রতি নিজের সমবেদনা জানিয়েছেন তিনি।

