বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলে সিপিএমকে কোনঠাসা করার রণকৌশল চুড়ান্ত করে নিয়েছে বিজেপি৷ কেরালা এবং ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে বাম সন্ত্রাস বিরোধী পদযাত্রা সংগঠিত করবে গেরুয়া শিবির৷ শুধু তাই নয়, নয়াদিল্লিতে সিপিএমের মুখ্য কার্যালয় এ কে গোপালন ভবন লাগাতর ঘেরাও করারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ পাশাপাশি, ত্রিপুরাতে সংসদীয় টিম পাঠানো হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট তৈরি করে দেওয়ার জন্য৷ সোমবার নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে বিজেপির জাতীয় কার্যকারীনি কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷
বিপ্লববাবুর কথায়, বৈঠকে কেরালা এবং ত্রিপুরাতে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে৷ বিজেপি কর্মীদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনার নিন্দা জানানো হয়েছে৷ তিনি জানান, দলের শীর্ষনেতৃত্বদের সিদ্ধান্ত অনুযায়ী বাম সন্ত্রাসের বিরোধীতায় কেরালা এবং ত্রিপুরাতে পদযাত্রা সংগঠিত করা হবে৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পদযাত্রায় অংশ নেবেন৷ পাশাপাশি, নয়াদিল্লিতে সিপিএম মুখ্য কার্যালয় এ কে গোপালন ভবনে বিজেপি সাংসদরা নিজ নিজ নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে পালা করে ধর্ণা সংগঠিত করবেন৷ তাতে, প্রায় প্রতিদিন ঘেরাও করা হবে এ কে গোপালন ভবন৷
বিপ্লববাবু এদিন জানিয়েছেন, বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাই সিংহের সাথে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিক খুনের ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন৷ তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজুও উপস্থিত ছিলেন৷ শুধু তাই নয়, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সমস্ত কিছু জানানো হয়েছে৷ তাতে স্থির হয়েছে, খুব শীঘ্রই রাজ্যে সংসদীয় টিম আসবে৷ ঐ টিম রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্ট পেশ করবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, কালী পূজার পর থেকেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পুরোদমে ঝাঁপাবে বিজেপি৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটি টিম সর্বক্ষণ রাজ্যে অবস্থান করবে৷
2017-09-26