চক্রান্ত করে সাংবাদিককে হত্যা করা হয়েছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি রাজ্য কমিটি৷ বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সাংবাদিক হত্যার ঘটনায ২৪ ঘন্টার মধ্যে সিবিআইয়ের দাবি জানানো হয়েছে৷ এদিন রাজ্যের বিজেপির সভাপতি সুবল ভৌমিক অভিযোগ করেছেন, চক্রান্ত করে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ এই ঘটনার জন্য তিনি বর্তমান সিপিএম সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তিনি এদিন জানান, ওই দিন মৃত সাংবাদিক শান্তনুকে পরিকল্পনা করে নিয়ে যাওয়া হয়েছিল৷ তার সঙ্গে আরও কয়েকজন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে পেরেছিল৷ তিনি এদিন অভিযোগ করেন, এর আগেও একাধিক ঘটনায় এ রাজ্যে সিবিআই তদন্ত হয়েছে৷ কিন্তু সে ক্ষেত্রে তদন্ত ভার অনেক দেরী করে দেওয়াতে সিবিআইকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছিল৷ তাই এই ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে যাতে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয় তার দাবি এদিন তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *