জয়পুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): গোভক্তরা হিংসার রাস্তায় হাঁটে না | রাজস্থানে এক অনু্ষ্ঠানে একথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
জনৈক স্বেচ্ছাসেবকের প্রশ্নের জবাবে মোহন ভাগবত বলেন, “গোপালনে দেশ আর্থিক দিক থেকে লাভবান হয় । যারা গোরুকে শ্রদ্ধা-ভক্তি করে, নিজেদের ভাবাবেগে গভীর আঘাত লাগলেও তারা হিংসার পথে পা বাড়ায় না।”
দেশে চিনা পণ্যের ব্যবসা প্রসঙ্গে স্বদেশীর পক্ষে মত প্রকাশ করে সঙ্ঘ প্রধান বলেন, “ক্ষুদ্র কুটীর শিল্পে নির্মিত পণ্যসামগ্রী ব্যবহার করাই এর উদ্দেশ্য। স্বদেশী পণ্যের ব্যবহার হলে দেশের মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়া স্বদেশী সামগ্রীর ব্যবহারে দেশবাসীর মনে একরকম অহঙ্কার, গর্বও হয়।”
2017-09-18