অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৫ সেপ্ঢেম্বর৷৷ পূর্বোত্তরের আট রাজ্যে বিজেপি’র মুখ্যমন্ত্রী হউক, চাইছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/09/Amit-Shah-NEDA-300x200.jpg)
শাহ৷ নয়াদিল্লিতে নেডা’র (নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স) দ্বিতীয় কনক্লেভে এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ সেই মোতাবেক ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে বিজেপি’র সরকার গঠনের নীল নক্সাও তৈরি করে দিয়েছেন অমিত শাহ৷
মঙ্গলবার নয়াদিল্লির মহারাষ্ট্র সদনে নেডা’র রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে পূর্বোত্তরের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এনডিএ জোট শরিক দলগুলির সদস্যরা উপস্থিত ছিলেন৷ এছাড়া ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্র মন্ত্রী কিরেণ রিজিজু, রেল রাষ্ট্র মন্ত্রী রাজেন গোহেইন, ডোনার মন্ত্রী ড জীতেন্দ্র সিং, বিজেপি’র দুই সর্বভারতীয় সম্পাদক রাম লাল এবং রাম মাধব৷ প্রদেশ বিজেপি কোর কমিটির সদস্যরাও এই কনক্লেভে অংশ নিয়েছেন৷ বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, মাইক্রো ম্যানেজ- মেন্টের কাজ সেপ্ঢেম্বরের মধ্যে সমাপ্ত করে সর্বভারতীয় সভাপতির কাছে পাঠাতে হবে৷ এই রিপোর্টের উপর ভিত্তি ত্রিপুরার জন্য বিজেপি’র ভিশন ডকুমেন্ট তৈরি হবে৷ দূর্গোৎসবের পরেই প্রদেশ বিজেপি এই ভিশন ডকুমেন্ট নিয়ে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ময়দানে ঝাঁপাবে৷ এমনটাই নির্দেশ সর্বভারতীয় সভাপতির, জানান বিপ্লব দেব৷
মাইক্রো ম্যানেজমেন্ট সম্পর্কে বিপ্লববাবু বলেন, সারা রাজে জনবসতি এলাকায় প্রতি ১৫ ঘর অন্তর একজন কর্মকর্তা নিযুক্ত হবেন৷ তাঁর কাজ হবে ঐ ১৫ টি বাড়ির মানুষের সমস্ত সমস্যা, চাহিদা ইত্যাদির খোজ খবর রাখা এবং এর রিপোর্ট তৈরা করা৷ সেপ্ঢেম্বরের মধ্যে সমস্ত কর্মকর্তাদের কাছ রিপোর্ট সংগ্রহ করে পূর্ণাঙ্গ রিপোর্ট অমিত শাহের কাছে পাঠাতে৷ ঐ রিপোর্টের সাথে কর্মকর্তাদের মোবাইল নম্বরও দেওয়া হবে সর্বভারতীয় সভাপতিকে৷ প্রয়োজনে তিনি সরাসরি তাদের সাথে কথা বলবেন৷
এদিন বিপ্লববাবু বলেন, বিজেপি হাইকমান্ড ত্রিপুরা সম্পর্কে আন্তরিকভাবে গুরুত্ব দিচ্ছে৷ তিনি আরও বলেন, নির্বাচনী আতাঁতের প্রশ্ণেও রাজ্য কমিটিকে বিভিন্ন দিক বিবেচনা করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু নেডা’র কনভেনার তথা অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তাঁর কথায়, রাজ্যে ফিরে বিজেপি প্রদেশ নেতৃত্ব নির্বাচনী আঁতাত নিয়ে বিশ্লেষণ করে একটি রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্ট হেমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হবে৷ এই রিপোর্টের ভিত্তিতে শ্রীশর্মা নির্বাচনী আঁতাতের প্রশ্ণে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ডোনার মন্ত্রী এবং স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিন বছরে পূর্বোত্তরে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে৷ নেডা কনভেনার তথা অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গুয়াহাটিতে নেডার অফিস খোলা হবে৷