জালিয়াতির জন্য রাজ্য সরকারের নয়া আইন মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ জালিয়াতি করার জন্য রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে নয়া আইন তৈরি করেছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷ তাঁর বক্তব্য, আদালতের রায়ে জিএফআর (জেনারেল ফিনানসিয়াল রুলস্) মেনে টেন্ডার ছাড়া কোন কাজ করতে পারবেনা৷ তাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত, কৃষি ও বন দপ্তরের জিএফআর মানতে হবে না৷ বিনা টেন্ডারেই ওই দপ্তরগুলি কাজ করাতে পারবে৷ ডাঃ সিনহার মতে, জনগনের অর্থ লুটপাটের উদ্দেশ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি বলেন, পৃথক জনস্বার্থ মামলায় আদালত রাজ্য সরকারকে জিএফআর মেনে কাজ না করায় কড়া ভাষায় ভৎর্সনা করেছে৷ উচ্চ আদালতের রায়ে রাজ্য সরকারকে সমস্ত দপ্তরে জিএফআর মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই, রাজ্য সরকার মন্ত্রিসভায় নতুন রুলস্ এর অনুমোদন দিয়েছে৷ তাতে ঐ চারটি দপ্তরকে ছাড় দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের এই পদক্ষেপের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন ডাঃ সিনহা৷ তাঁর দাবি সরকারীভাবে চুরি করার জন্যই এই আইন তৈরী করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *