নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স) : নরওয়ের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে অসলো চলে যাচ্ছেন বলে আগামী রবিবার বিহারের পাটনায় অনুষ্ঠিত লালুর সভায় থাকবেন না কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। উল্লেখ্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব আগামী রবিবার পাটনায় এক বিশাল জনসভার আয়োজন করেছেন। জনসভা থেকে তিনি ‘বিজেপি ভাগাও দেশ বাঁচাওর’ ডাক দেবেন। অথচ সেই গুরুত্বপূর্ণ সভা থাকতে পারছেন না রাহুল। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে নরওয়ের বিদেশমন্ত্রকের আমন্ত্রণ রক্ষা করতে কয়েকটা দিনের জন্য তিনি অসলো সফরে যাচ্ছেন। এও লেখেন, রাজনীতি ও বাণিজ্য মহলের নেতৃত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতামত লেনদেনের লক্ষ্যে সেদেশে যাচ্ছেন তিনি।
অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লালুর ডাকা ওই সভায় যাচ্ছেন না। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তারা লালুর এই রাজনৈতিক সমাবেশকে সমর্থন করছেন। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে লালু ওই সভায় উপস্থিত থাকতে পারেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ।
পাশাপাশি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালুর ডাকা ওই সমাবেশে উপস্থিত থাকবেন। এমনকি তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।
নীতীশের সঙ্গে জোট ভেঙ্গে যাওয়ার পর এটাই প্রথম বড় সমাবেশ করছেন আরজেডি সুপ্রিমোও লালুপ্রসাদ যাদব। যদিও বিএসপি পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না।
2017-08-26
