চাকুরীর দাবিতে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের ক্ষোভ আছড়ে পড়ল সিপিএম রাজ্য মুখ্য কার্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ চাকুরীর দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও তাঁর দেখা না পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের ক্ষোভ আছড়ে পড়ল

মেলারমাঠে সিপিএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের৷ ছবি নিজস্ব৷

সিপিএম পার্টি অফিসে৷ মেলারমাঠে সিপিএম রাজ্য মুখ্য কার্যালয়ে গিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ শেষে সিপিএম রাজ্য সম্পাদকের সাথে দেখা করার পর চাকুরীর আশ্বাস পেয়ে শান্ত হন বিক্ষোভকারীরা৷
দীর্ঘদিন ধরে ডিগ্রিপ্রাপ্ত নার্সরা চাকুরীর অপেক্ষায় রয়েছেন৷ প্রতিবছর জুন-জুলাইতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় স্বাস্থ দপ্তরের পক্ষ থেকে৷ কিন্তু এবছর এধরনের কোন বিজ্ঞপ্তি জারি হয়নি এখন পর্যন্ত৷ উল্টো এবছর থেকে নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটিকে বাদ দিয়ে মেধার মূল্যায়নে পরীক্ষা বাধ্যতা করা হয়েছে৷ কর্ম প্রত্যাশীদের তাতে ঘোর আপত্তি রয়েছে৷ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা যারা এখনো চাকুরী পান নি, তারা ভেবেছিলেন পূর্বের নিয়ম অনুযায়ী সিনিয়রিটির মাধ্যমেই নিয়োগ করা হবে, তারা চরম হতাশায় ভুগছেন৷ তাঁদের বক্তব্য, এবছর থেকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ চালু হওয়ায় জটিলতা দেখা দেবে৷ অবশ্য এই জটিলতার পেছনে অন্যতম কারণ হল, এবছর থেকে সুপারিশের ভিত্তিতে কোন চাকুরীর সম্ভাবনা নেই৷ মেধার ভিত্তিতেই একমাত্র নিয়োগ সম্ভব৷
বৃহস্পতিবার সকালে প্রশিক্ষনপ্রাপ্ত নার্সরা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে এবিষয়ে দেখা করতে যান৷ কিন্তু, স্বাস্থ্যমন্ত্রী আগরতলার বাইরে থাকায় তাঁর সাথে তাঁদের দেখা করা সম্ভব হয়নি৷ ক্ষুব্ধ হয়ে তাঁরা সরাসরি মেলারমাঠে সিপিএম পার্টি অফিসে গিয়ে হাজির হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন৷ যতদূর জানা গেছে, কর্মপ্রত্যাশীদের মধ্যে অধিকাংশই বাম যুব ছাত্র সংগঠনের সদস্য-সদস্যা৷ বিক্ষোভকারীরা শেষে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের সাথে দেখা করেন৷ বিজনবাবু তাদের আশ্বাস দেন, নিয়োগের ক্ষেত্রে আইন মেনে কিভাবে সিনিয়রদের কিভাবে অগ্রাধিকার দেওয়া যায় সেবিষয়ে রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে৷ রাজ্যে জনদরদী সরকার রয়েছে৷ কাউকে ভেসে যেতে দেবে না সরকার, বলেন বিজন ধর৷ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে প্রকৃত মেধার মূল্যায়ণ করেই নিয়োগ করবে৷ স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে মেধা ছাড়া চাকুরী দেওয়া সমীচিন নয়৷ বিজনবাবুর বক্তব্যে সন্তুষ্ট হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা ফিরে যান৷