নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ তিন তালাক রদ এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের৷ এই রায়কে কুর্নীশ জানিয়ে প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চা চাইছে কেন্দ্রীয় সরকার মুসলীম মহিলাদের এদেশে সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হয় এমন আইন আনা হউক৷ তা যেন কোনভাবেই ভারতীয় সংবিধানের পরিপন্থি না হয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিলাষা ব্যক্ত করেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদিকা বিলকিস জাহান এবং দলের লিগ্যাল সেলের এডভাইজার আইনজীবী সিরাজ আলি৷
এদিন আইনজীবী সিরাজ আলি বলেন, তিন তালাক বাতিলের সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক৷ সর্বোচ্চ আদালত তিন তালাক অসাংবি- ধানিক বলে রায় দিয়েছে৷ সুপ্রিম নির্দেশে কেন্দ্রীয় সরকারকে ছয় মাসের মধ্যে এসংক্রান্ত আইন কার্যকর করতে হবে৷ অন্যথা এই রায় আইন তৈরি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে৷
এদিকে, বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদিকা বিলকিস জাহান বলেন, একজন মহিলা হিসেবে আজ তিনি গর্ববোধ করছেন৷ একজন নির্যাতিতা মহিলা তিন তালাক বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতাও চেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী মুসলীম মহিলাদের জন্য ভেবেছেন, এর জন্যও তিনি গর্ববোধ করছেন বলে জানিয়েছেন বিলকিস জাহান৷ তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছর পর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি৷ দেশের সমস্ত মুসলীম মহিলারা এই রায়ে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবেন৷ এর জন্য তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন৷
এদিকে, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আইন তৈরির জন্য নির্দেশ দিয়েছে৷ কি ধরনের আইন চাইছে সংখ্যালঘু অংশের মহিলারা এবিষয়ে আইনজীবী সিরাজ আলি বলেন, শরিয়ত আইন সংসদে পাশ হয়নি৷ তাই, সংবিধানের পরিপন্থি না হয় এমন আইন তৈরি হউক৷ যে আইনে সংখ্যালঘু অংশের মহিলাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হবে৷
2017-08-24

