শেষ হল কংগ্রেস মন্ত্রী শিবকুমারের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি অভিযান

বেঙ্গালুরু, ৫ আগস্ট(হিঃস)৷৷ কর্ণাটকে কংগ্রেসের বিদ্যুৎমন্ত্রী ডি কে শিবকুমারের বাড়ি, তার সহযোগী ও আত্মীয়দের বাড়িতে হওয়া আয়কর বিভাগের তল্লাশি অভিযান শনিবার সকালবেলায় শেষ হয়েছে৷ পরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় বিদ্যুৎমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, উনি আইন মেনে চলা ব্যক্তি৷ সাংবাদিকরা যখন তাকে প্রশ্ণ করেন যে তল্লাশি অভিযান চলাকালীন আয়কর আধিকারিকরা তার কাজ থেকে কোন নথিপত্র বাজেয়াপ্ত করেছে কিনা৷ তার কোন সঙ্গত উত্তর দিতে তিনি অস্বীকার করেন৷ বিদ্যুৎমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, উনি এবিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো মানসিক অবস্থায় নেই৷ আয়কর বিভাগের তল্লাশি অভিযান সংক্রান্ত আইনি নথি হতে পাওয়ার পরেই প্রতিক্রিয়া দিতে পারবেনা৷
নিজের সদাশিবনগরের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে বেরিয়ে আসার পরে বিদ্যুৎমন্ত্রী শিবকুমার সাংবাদিকদের জানান, মাইসোর ও দিল্লিতে থাকা নিজের পরিবার ও সহযোগীদের বাড়িতে সারাদিন সিআরপিএপ সুরক্ষা দিয়েছিল৷ তার জন্য তিনি সিআরপিএফকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, তার সহযোগী বিধায়কদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন৷ উল্লেখ্য গুজরাটের ৪২ জন বিধায়ক কংগ্রেস তারই রিসোর্টে লুকিয়ে রেখেছিল৷ গত বুধবার তার সেই রিসোর্টেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়৷ সেটাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে সংসদের বাদল অধিবেশন৷ কংগ্রেস অভিযোগ করে যে অর্থমন্ত্রী অরুণ জেটলি তার ক্ষমতার অপব্যবহার করছেন ও রাজ্যসভাকে ভূল পথে চালিত করেছেন৷