নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট ৷৷ রাজ্যের সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করণের আশ্বাস দিয়েছে ভারতীয় ভারতীয় জনতা পার্টি৷ সরকার গঠনের পর অনতিবিলম্বে বিজেপি সরকার তাদের নিয়মিত করবে বলে ঘোষণা দিয়েছে৷ বিজেপি এও জানিয়ে দিয়েছে বিজেপি শাসিত প্রতিটি রাজ্যেই সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা নিয়মিত হয়ে গেছেন৷ সর্বশেষ মনিপুরে এই শিক্ষকদের নিয়মিত করা হয়েছে৷ পার্টির তরফে এই ইস্যুতে রাজ সরকারের অবস্থানের তীব্র নিন্দা করা হয়েছে৷ বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা আজ এ বিষয়ে পার্টীর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘রাজ্যের বামফ্রন্ট সরকারের মানবতা বোধও নেই৷ রাজ্য সরকারের কার্যকলাপে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি৷’ তিনি আরও বলেন, ‘এই সরকারের কাছ থেকে কোন ধরনের আশা করাই বৃথা৷ কারণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্ঢারে চড়ে ভূমিকম্প বিধবস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ১৫০ টাকা তুলে দেন৷ এতে বোঝা যায়, তাদের মানসিকতাটা কি৷ তারা কারোর জন্যই হাত খুলবে না৷ তাি, বামেদের হত সবসময় মুষ্টিবদ্ধ থাকে৷’ তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর আইনের আওতায় থেকেই সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার কাজ অগ্রাধিকারের সাথে সম্পন্ন করা হবে৷ একেই সঙ্গে চলতি আন্দোলনে পূর্ণ সমর্থন জানায় বিজেপি৷’
ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের সংগঠন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরণ অনশন আজ চতুর্থ দিনে পড়ল৷ নিয়মিত-করণের দাবীতে আমরণ অনশনকারীরা পুনরায় রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে৷অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলেবে৷ আমরণ অনশন করতে গিয়ে যদি মরতে হয় অ্যাসোসিয়েশন এব্যাপারে প্রস্তুত৷ আবেদন নিবেদন অনেক হয়েছে৷ এবার মরণপণ লড়াই৷ আমাদের লড়াইয়েই এই সরকার ক্ষমতায় এসেছে৷ এখন সব ভুলে গেছে৷’ তিনি জানান, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোন সাড়া তারা পাননি৷ উল্টো শিক্ষামন্ত্রী প্রেস নোটে যে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন একে অসত্য, অমানবিক ভিত্তিহীন বলে মনে করে৷ অ্যাসোসিশেশনের সম্পাদক অভিযোগ করেছেন, ‘রাজ্য সরকার ২০১০-১১ অর্থ বছরে এই শিক্ষকদের জন্য নিয়মিত স্কেলে বেতন দেওয়ার প্রস্তাব রাখলে কেন্দ্রীয় সরকার সেই মতো অর্থ বরাদ্দ করছে৷ দেশের কোন রাজ্যেই সর্ব-শিক্ষার শিক্ষকদের নিয়মিত করেনি বলে শিক্ষামন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অসত্য৷ ‘মন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধীতা করেন সম্পাদক৷ সংগঠনের সভাপতি সজল দেব বলেন, ‘অ্যাসোসিয়েশন দাবী থেকে সরে আসবে না এটা নিশ্চিত৷ নিয়মিত না করা পর্যন্ত এই আন্দোলন চলবে৷ যদি মরতে হয় মরবো অনশন মঞ্চেই৷’ এইদিকে জানা গেছে, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পরেছেন৷ চিকিৎসা পরিষেবা নেবার জন্য বলা হলেও আন্দোলনকারীরা নেবেন না বলে স্থানীয় প্রসাসনের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন৷
2017-08-05

