নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট৷৷ সর্বশিক্ষা মিশনে নিযুক্ত শিক্ষকরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছে৷ তাদের অভিযোগ, রাজ্য সরকার কর্তৃক তারা বাঞ্চনার শিকার৷ আজ দুপুর ১২ টা থেকে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় তারা অনশনে বসেছে৷ এর আগে তারা রবীন্দ্র ভবনে জমায়েত করে৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছকৃত ভাবে শিক্ষকদের বঞ্চিত করে রেখেছে৷ কেন্দ্রীয় সরকার বঞ্চনা দূর করে শিক্ষকদের নিয়মিত করতে আগ্রহী৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের প্রেরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে সর্ব-শিক্ষা শিক্ষকদের নিয়মিত-করণ রাজ্য সরকার করতে পারে৷ ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে সরকার সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করেছে৷ রাজ্য সম্পাদক জানান, ২০০৪ সাল থেকে বিভিন্ন সুকলে তারা শিক্ষকতা করে আসছেন৷ টানা ১৪ বছর চলছে শিক্ষকরা রাজ্য সরকারের কাছে বহুবার নিয়মিত-করণের জন্য অ্যাসোসিয়েশন দাবী জানিয়ে আসছে৷ যদিও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন, সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করা সম্ভব নয়৷ রাজ্য সম্পাদক জানান, অ্যাসেসিয়েশন দাবী আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে৷ বাস্তববাবু জানান, গন্ডাছড়ার আইএসের সাথে তাঁর কথা হয়েছে এবং এই ধরনের প্রশিক্ষণের বিরোধীতা করেছেন৷ তিনি দপ্তরের এই ভূমিকার তীব্রা প্রতিবাদ জানান৷ তিনি বলেন, সর্বশিক্ষার শিক্ষকদের আমরণ অনশন আন্দোলনকে প্রতিহত করার জন্য দপ্তর ডার্টি গেইম শুরু করেছে৷
2017-08-02

