নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : দেশের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার ভোটগ্রহন শেষ হল| আগামী ২০ জুলাই ভোট গণনা হবে| এদিন সংসদ ভবনে ভোট গ্রহন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা| এদিন ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এছাড়া এদিন সংসদ ভবন কেন্দ্রে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ বিরোধী দলের সাংসদ ও বিধায়করা|
এদিন রাষ্ট্রপতি নির্বাচনে শাসকদল এনডিএ জোটের প্রার্থী রামনাথ কোবিন্দ ও বিরোধী প্রার্থী মীরা কুমারকে ভোট দেওয়ার জন্য মোট ৩২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলে| এছাড়া এদিন বিভিন্ রাজ্যের বিধানসভাতেও ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে| গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং নিজের রাজ্যের বিধানসভায় ভোট দেন|
এদিন সংসদ ভবনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গরমের পর প্রথম বর্ষার সুগন্ধ মাটিতে ভরে দেয়| জিএসটির সফলতার নতুন আশা জাগিয়েছে| কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয়ের আশা করে বলেন, রামনাথ কোবিন্দ নির্বাচনে সম্মানজনক তফাতে রাষ্ট্রপতি নির্বাচনে জয় করবেন| অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে যে দলের প্রার্থী জয় করুন না কেন, তা দলিত সমাজের পক্ষ থেকে আমাদের দলেরই জয় হবে| আগামী ২০ জুলাই নির্বাচনের ভোট গণনা পর পরিষ্কার হবে আগামীদিনে দেশের রাষ্ট্রপতি পদে কে হবেন|
2017-07-18
